ইউরোপের দক্ষিণে দাবদাহে দাবানল: গ্রিস-স্পেনে ঘরবাড়ি পুড়ে ছাই

দাবদাহ ও ঝড়ো বাতাসে ইউরোপের দক্ষিণাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। গত বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত আগুনে গ্রিস, স্পেন ও আলবেনিয়ার হাজারো ঘরবাড়ি পুড়ে গেছে, বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্যমতে, চলতি বছর ইউরোজোনে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ১,৭০০ বর্গমাইল (৪.৪ লাখ হেক্টর)—যা ২০০৬ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গ্রিসে ভয়াবহ পরিস্থিতি
অ্যাথেন্সের পশ্চিমে প্যাটরাস শহরের উপকণ্ঠে জলপাই বাগান, বনভূমি ও একটি সিমেন্ট কারখানা পুড়ে গেছে। রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। গত মঙ্গলবার প্যাটরাসের কাছে প্রায় ৭,৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়; গত বুধবার আরও দুটি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়। পর্যটন দ্বীপ চিওস ও সেফালোনিয়াতেও আগুনে আতঙ্কে মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে।
স্পেনে মৃত্যু ও ষড়যন্ত্রের অভিযোগ
স্পেনের কাস্তিয়া ও লেওন অঞ্চলে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন এক স্বেচ্ছাসেবক দমকলকর্মী। এ নিয়ে চলতি বছর দেশটিতে দাবানলে ছয়জন দমকলকর্মী প্রাণ হারালেন। পরিবেশমন্ত্রী সারা আগেসেন দাবি করেছেন, বহু অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার ও চিহ্নিত করা হয়েছে। বজ্রপাত থেকেও একাধিক আগুনের সূত্রপাত হয়েছে।
আলবেনিয়ায় জরুরি তৎপরতা
দেশজুড়ে আগুন ছড়িয়ে পড়ায় ১০ হাজার দমকলকর্মী, সেনা ও পুলিশ মিলে ২৪টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। মধ্যাঞ্চলের দুটি গ্রামে আগুন পৌঁছানোয় মানুষজন গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।
তাপপ্রবাহ ও সতর্কতা
স্পেনে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহ চলছে; তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি দেশটির ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহগুলোর একটি হতে পারে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় গত বুধবার ১৬টি শহরে তীব্র গরমের সতর্কতা জারি করেছে; ফ্লোরেন্সে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে। গরমের কারণে পোপ লিও সেন্ট পিটার্স স্কয়ারের পরিবর্তে অভ্যন্তরীণ স্থানে সাপ্তাহিক ভাষণ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বন ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ালে দাবানলের ঝুঁকি ব্যাপকভাবে কমানো সম্ভব। গ্রিনপিসের হিসেবে, প্রতি বছর ১২০ কোটি ডলার বিনিয়োগে ৯৯ লাখ হেক্টর বন রক্ষা সম্ভব, যা ক্ষয়ক্ষতি মেরামতে প্রয়োজনীয় বিপুল অর্থ সাশ্রয় করবে।