গাজা: সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা!

ইসরায়েলি হামলায় গাজা এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান ও যুগোস্লাভিয়ার যুদ্ধের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে।
সম্প্রতি আল শিফা হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের মধ্যে নতুন করে মৃত্যুর আতঙ্ক দানা বেঁধেছে। আল-জাজিরার হানি মাহমুদ জানান, প্রেসের ভেস্ট ও হেলমেট আগেও ঢাল হিসেবে কাজ করতো, কিন্তু এখন সেগুলোর কারণেই লক্ষ্যবস্তু হতে হচ্ছে।
ইসরায়েলি প্রশাসন নিহত সাংবাদিকদের হামাসের সদস্য হওয়ার অভিযোগ দেখালেও কোনো প্রমাণ দিতে পারেনি। আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা অভিযোগ করেছে, ‘হামাস সদস্য হওয়ার’ অভিযোগকে টার্গেট করার অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
গাজার সাংবাদিকরা ত্রাণ, খাদ্য ও জীবনসংকটের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। আল-জাজিরার ফটোসাংবাদিক আমর আল-সুলতান জানিয়েছেন, টানা কয়েক দিন শুধু পানি খেয়ে কাজ করতে হয়েছে। হানি মাহমুদ বলেন, "সত্যকে নথিভুক্ত করা তাদের পেশা নয়, জনগণ ও ইতিহাসের প্রতি দায়িত্ব।"