“দাবানলের আতঙ্কে ইউরোপ: স্পেন, ফ্রান্স ও আরও চার দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি”

স্পেন, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল ও ইতালির বিস্তীর্ণ এলাকা তীব্র দাবানলে পুড়ছে। ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের এই পাঁচটি দেশ বর্তমানে আগুনের ভয়াবহতার সঙ্গে লড়াই করছে।
স্পেনের মধ্য-পশ্চিমাঞ্চলে তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বনাঞ্চল থেকে শুরু করে আবাসিক এলাকায়ও আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে চলমান দাবানল দেশটিতে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। ওদ অঞ্চলে এই দাবানলে অন্তত একজন নিহত হয়েছেন এবং ১৬০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। ব্যাপক সম্পদেরও ক্ষতি হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরু এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব মাত্রার বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
গ্রীষ্মকালে গ্রীস, পর্তুগাল, তুরস্ক, রোমানিয়া ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোও দাবানলের প্রকোপে ভুগছে। দাবানলের প্রভাব কেবল ধ্বংসযজ্ঞেই সীমাবদ্ধ নয়, এতে বায়ুদূষণের মাত্রাও বেড়ে যায় যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং আগুনের স্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরেও ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই দাবানল শুধুমাত্র পরিবেশগত ক্ষয়ক্ষতি নয়, বরং জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবে দেখা যাচ্ছে।