হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত, আহত ৫৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন। গত শনিবার (২৬ জুলাই) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভির বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল মন্দিরে যাওয়ার সিঁড়িতে হঠাৎ ভিড়ের চাপে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটি গুজব ছড়িয়ে পড়লে সেখানে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেকে হুড়োহুড়ি করে মন্দির ত্যাগ করতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং ডোবাল জানান, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে প্রায় ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন মারা গেছেন।”
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে সেখানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার সময় মন্দিরে থাকা বিহারের এক ভক্ত বলেন, “হঠাৎ অনেক মানুষ জমে যায়। সবাই যখন বের হওয়ার চেষ্টা করে, তখন আমি পড়ে যাই। হাত ভেঙে গেছে।”
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক বিবৃতিতে জানান, “ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।