ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ২২১ এমপির চিঠি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন হাউস অব কমন্সের ২২১ জন এমপি। গত শুক্রবার (২৫ জুলাই) এ চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টিসহ নয়টি রাজনৈতিক দলের এমপিরা রয়েছেন। এমনকি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপিও এ চিঠিতে স্বাক্ষর করেছেন। উল্লেখযোগ্যভাবে, উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার-এর নামও রয়েছে তালিকায়।
হাউস অব কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি; অর্থাৎ, প্রায় এক-তৃতীয়াংশ এমপি এই দাবিতে একমত হয়েছেন। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরাসরি একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে না পারলেও তাদের ঐতিহাসিক ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।
চিঠি দেওয়ার দুই দিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ফ্রান্স আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। সেই প্রেক্ষিতে যুক্তরাজ্যের অভ্যন্তরেও চাপ বাড়ছে ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় অবস্থান নেওয়ার জন্য।
এমপিদের চিঠির জবাবে প্রধানমন্ত্রী কেইর স্টারমার স্পষ্ট করেছেন, এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যের লক্ষ্য মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে সেই লক্ষ্য অর্জনের চূড়ান্ত ধাপ, কিন্তু এর আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হওয়া জরুরি।
তার মতে, গাজা থেকে সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং সেখানে একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি ছাড়া এই স্বীকৃতি বাস্তবসম্মত হবে না। স্টারমার জানান, যুক্তরাজ্য তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে গাজায় যুদ্ধাবসান এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা যায়।