"ট্রাম্পের প্রস্তাব: ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে বিরল খনিজ ও আলাস্কায় প্রাকৃতিক সম্পদ উন্মুক্ত করার সুযোগ"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাব দেবেন বিরল ও মূল্যবান খনিজ পদার্থে প্রবেশাধিকারসহ আলাস্কার প্রাকৃতিক সম্পদের সুযোগ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু প্রধান আলোচ্য বিষয় হবে। তবে বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে সতর্ক করেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে না রাজি হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
ট্রাম্পের কথায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে গত বুধবার (১৩ আগস্ট) বৈঠক হয়েছে। তিনি দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন, যেখানে জেলেনস্কি অংশ নেবেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমাধানের পথ তৈরি করা হবে।