প্যাসিভ স্মোকিং: ধূমপান না করেও ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি

ধূমপান না করা সত্ত্বেও সিগারেট বা বিড়ির ধোঁয়া ‘প্যাসিভ স্মোকিং’ থেকে ক্ষতির সম্ভাবনা থাকে। সিগারেটের ধোঁয়ায় থাকা ক্যাডমিয়াম, ক্রোমিয়ামসহ নানা ক্ষতিকর রাসায়নিক শরীরের জন্য হানিকারক।
চিকিৎসকরা বলছেন, যারা ধূমপান করেন না, তাদের মধ্যে হার্টের অসুস্থতার ঝুঁকি বাড়ে এই প্যাসিভ স্মোকিংয়ের কারণে। ২০২৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে জানা গেছে, বছরে প্রায় ১৩ লক্ষ মানুষ পাসিভ স্মোকিংয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ধোঁয়া থেকে অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে, যা ফুসফুসের গড়নকেও ক্ষতিগ্রস্ত করে। ধোঁয়া বাতাসে এবং পোশাকে থেকেও দীর্ঘকাল শরীরে প্রবেশ করলে ডিএনএ পরিবর্তিত হতে পারে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
অতএব, ধূমপান না করা ব্যক্তিদের উচিত ধোঁয়া থেকে দূরে থাকা, বিশেষ করে ঘর-বাড়িতে ধূমপান এড়ানো।