নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর বলাকির চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাগাছিয়া নৌ-পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ জানান, মৃতদেহের ছবি পরিবারের কাছে পাঠানো হয়েছে। পরিবার ধারণা করছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। তবে আনুষ্ঠানিকভাবে এখনও শনাক্ত করেননি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকার নিখোঁজ ছিলেন। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ হওয়ার রাতেই তার ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।