গোপালগঞ্জের মানুষ ভালো, প্রশাসন নির্বিচারে জুলুম করবেন না:নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গোপালগঞ্জের সব মানুষ খারাপ না, অধিকাংশ মানুষ ভালো। প্রশাসনের ভাইদের বলবো, সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে জুলুম করবেন না।”
তিনি এই মন্তব্য করেন শুক্রবার (২২ আগস্ট) সকালে মুকসুদপুর কলেজ মোড়ে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায়।
নুরুল হক নুর বলেন, “গোপালগঞ্জ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মুক্তি সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমানসহ নানা সাংবাদিক, বামপন্থি নেতা, শিল্পী ও জ্ঞানী ব্যক্তি এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন।”
তিনি আরও বলেন, সুবিধাবাদী রাজনীতি না করে জনগণের কাছে দায়বদ্ধ রাজনীতি করতে হবে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে, যেখানে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ থাকবে।
পথসভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার, সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ ও মুকসুদপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।