নোয়াখালীতে একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা-সিগারেট-স্বর্ণালংকার

নোয়াখালীর সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ ১৩ লাখ টাকা, প্রায় ২৬ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজারের জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি এবং সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ১০–১২ জনের একদল সশস্ত্র ডাকাত কালিতারা বাজারের জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরিতে হানা দেয়। তারা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে।
অন্যদিকে রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬–৭ জনের আরেকটি ডাকাত দল ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও আড়াই লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। ভুক্তভোগীদের বরাতে তিনি বলেন, ১০–১২ জন ডাকাত ফ্যাক্টরির তালা কেটে প্রবেশ করে নগদ টাকা ও সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।