চান্দিনায় দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের

কুমিল্লার চান্দিনায় থেমে থাকা বাসের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারানো অপর একটি বাসের চাপায় হেলাল (২২) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পরিবহন ‘পাপিয়া সার্ভিস’ বাসের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের বাসটি চান্দিনা-বাগুর স্টেশনে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা থেকে আসা আল বারাকা পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে একটি রিকশাভ্যানকে ধাক্কা মেরে পাপিয়া বাসের পেছনে ধাক্কা দেয়। এতে পাপিয়া বাসটি সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খায়। দুই বাসের চাপায় ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। তবে ভ্যানচালক বা যাত্রীরা কেউ আহত হননি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, আল বারাকা পরিবহনের বাসটির ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুটি বাস উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।