ভোলায় অতি জোয়ারে বনের হরিন লোকালয়ে!

বায়ুর প্রভাব ও অতি জোয়ারের পানি বৃদ্ধিতে উপকুলীয় জেলা ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় বিশালাকার বনে থাকা হরিনগুলো লোকালয়ে চলে আসছে। আর এ সুযোগে একশ্রেনীর শিকারী বনের হরিন লোকালয়ে আসার সাথে সাথে সেগুলোকে ধরে নিয়ে গোপনে জবাই করে মাংস বিভিন্ন হোটেলে বিক্রি করে দেয়।
গত শনিবার (২৩ আগস্ট) জেলার লালমোহনে মেঘনার পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণ আটক করেছে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার লোকজন। পরে এলাকাবাসী উদ্ধার হওয়া হরিনটিকে লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেয়।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওইদিন বিকেল ৫টার দিকে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িতে হরিণটিকে নিয়ে আসে এলাকাবাসী। হরিণটি গতকাল রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমোহন উপজেলা বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান,অতি জোয়ারের ফলেই বনের হরিন লোকালয়ে চলে আসে। তিনি জানান,আটককৃত হরিনটি অসূস্থ হয়ে পড়েছে। চিকিৎসার পর সূস্থ হলে এটিকে কুকরী-মুকরী ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।