ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে গত বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টার দিকে লাঙ্গলবাঁধ বাজার এলাকায়।
জানাগেছে, ওই সময় জলিল মোল্লা বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপে আহত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা আহতকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, জলিল মোল্লা আহত হয়েছেন। তবে তাদের পক্ষ থেকে থানায় এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।