সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র রক্ষায় ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে হাউজবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি

দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত
সুনামগঞ্জের টাঙ্গুয়ারের প্রাকৃতিক জীব-বৈচিত্র রক্ষা ও পরিবেশ এবং প্রতিবেশগত ক্ষতি রোধ করতে হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে হাউজবোট চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করেছে প্রশাসন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
আজ রবিবার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিট্রিট মোহাম্মদ রেজাউল করীম এ নির্দেশনা জারি করেন।
জানা যায়, সম্প্রতি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ঢল নামে। পর্যটকদের নিয়ে হাউজবোট, ট্রলার নিয়ে সরাসরি ওয়াচ-টাওয়ারের গিয়ে পর্যটকেরা পাশের হিজল করচের বাগানে অবাধে ঘুরাফেরা করা, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অবাধে যত্রতত্র চলাচল করায় মাছের অভয় আশ্রমের ক্ষতি সাধন করা, বড় বড় হাউজবোট হিজল করচের গাচের সাথে বেঁধে গাচের ক্ষতিসাধন করা, পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র এই হাওরের মারাত্মক ক্ষতি করছে। সেই সাথে হাওরে উচ্চস্বরে গান বাজানোসহ নানা অভিযোগ পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
সুনামগঞ্জ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জানান, দীর্ঘ দিন ধরে আমরা টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র রক্ষায় প্রশাসনকে উদ্যোগ নেয়ার কথা বলে আসছি। আজকে যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তাকে সাধুবাদ জানাই তবে টাঙ্গুয়ার হাওরের মূল সৌন্দর্য ওয়াচ টাওয়ার এলাকা, এখানে পর্যটকেরা কিভাবে যাবেন তাও নির্দেশনায় বলা দরকার। সেই সাথে স্থানীয় বাসিন্দাদের এখানে যুক্ত করতেও আমরা দাবী জানিয়েছি। স্থানীয়দের জীবনৃান ঠিক রাখতে তাদের ছোট নৌকা, হাত দিয়ে চালাতে পারে তেমন নৌকা বানাতে প্রয়াসন সরকার তাদের পাশে থাকা দরকার বলেও মনে করি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও চলতি দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করীম জানান, পরিবেশ ও বন উপদেষ্টা রেজোয়ানা হাসানের নির্দেশে সুনামগঞ্জের জীব-বৈচিত্রর আধার টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশেপাশের এলাকা হাউজবোট চলাচলেরর স্থগিতাদেশ দেয় হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।