ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠির নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রমজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলার নবগ্রাম সড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবগ্রাম সড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গত রবিবার বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বেতরা মিনি পার্কে ঘুরতে গেলে একদল সন্ত্রাসী রমজানের ওপর হামলা চালায়। স্থানীয় সন্ত্রাসী কাওছার, সিফাত ও মাইনুল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তাকে। পরে আহত রমজানকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আহত রমজান কৃষক আলাউদ্দিনের ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রমজানের সহপাঠী মো. সিয়াম, মো. নাসিমসহ আরও অনেকে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সহপাঠী রমজান হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন কোনো খোঁজ-খবর নেননি। বরং শিক্ষার্থীদের মানববন্ধন না করার জন্য তিনি নিষেধ করেছিলেন। এ বিষয়ে তার সঙ্গে বিদ্যালয়ে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি মিটিংয়ে আছি।’