চুয়াডাঙ্গার শেখপাড়ায় দুই যুবককে কুপিয়ে জখম!

চুয়াডাঙ্গার শেখপাড়া এলাকায় বাড়ি ফেরার পথে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন শুবল (২৪) এবং রাজু (৩৫)। শুবল পেশায় তেলবাহী গাড়ির কর্মী। গতকাল সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মেডিকেল অফিসার জানান, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে, অপরজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।