যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ!

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২৫ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, মাসিলা, আন্দুলিয়া, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা মূল্যের বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, শাড়ি, থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"