ঝিনাইদহ-যশোর ৬ লেন মহাসড়কের জমি অধিগ্রহণ: ব্যবসায়ীরা দাবি তুললেন ন্যায্য মূল্য নিশ্চিতের!

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে কালীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা শহরের মটর মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম। তিনি জানান, ২০২০ সালে ৬ লেন প্রকল্প পাশ হওয়ার পর ২০২২ সালে জমি ও ভবন অধিগ্রহণের কাজ শুরু হয়। অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রতি শতক ৫ লাখ টাকা হলেও দেওয়া হচ্ছে মাত্র ১৮০০ টাকা।
শহিদুল ইসলাম আরও বলেন, “অনেক জমি বাণিজ্যিক হলেও তা ডোবা শ্রেণিতে ধরা হয়েছে। ৭ বা ৮ ধারার নোটিশ দিয়েও জেলা প্রশাসন আমাদের ডাকার প্রয়োজন অনুভব করেনি। সড়কের উভয় পাশের জমির বর্তমান বাজার মূল্য ৫ থেকে ৪০ লাখ টাকা হলেও কিছু জায়গায় মূল্য ধরা হয়েছে মাত্র ২ থেকে ৫ হাজার টাকা। এটি অর্ধশত বছর পূর্বের মৌজা রেট অনুযায়ী।”
তিনি হুঁশিয়ারি দেন, “সড়কের দুই পাশে যে জমি আমরা বংশপরম্পরায় ব্যবহার করে আসছি, সেটি আমাদের জীবন-জীবিকার মূল ভিত্তি। অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার এবং জমি ও ভবনের মূল্য পুনঃসার্ভে করে নির্ধারণের দাবি করছি। দাবি মানা না হলে আইনি ব্যবস্থা, হরতাল ও অবরোধের মতো আন্দোলন করব।”