সাভারে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন, বৃক্ষ রোপন পরিচচ্ছনতা অভিযান সহ নানা কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিক আসাদুজ্জামান মোহন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হালিম মন্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব ইউসুফ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।