ঝিনাইদহের কালীগঞ্জে ৬ লেন রাস্তার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নির্মাণাধীন ৬ লেন সড়কের দু’পাশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন। সকাল ১১টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী শামসুল আলম জুয়েল বলেন, যশোর-ঝিনাইদহ সড়ক উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ৬ লেন প্রকল্পে তাদের ভাড়া দোকানঘর ও অবকাঠামো অধিগ্রহনের ক্ষেত্রে ব্যবসায়ীদের এবং কর্মচারীদের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না। ব্যবসায়ীরা উল্লেখ করেন, বছরের পর বছর নিজ খরচে দোকান ঘর সংস্কার ও সজ্জা করেছেন, যা লাখ টাকা পর্যন্ত হয়েছে। কিন্তু এখন সেই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেই।
তিনি আরও জানান, ২০২০ সালে প্রকল্প পাশ হওয়ার পর ২০২২ সালে ব্যবসায়ী ও শ্রমিকদের তথ্য সংগ্রহ করে ন্যায্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা এখনও বাস্তবায়িত হয়নি। ব্যবসায়ীরা প্রশাসন ও প্রকল্প পরিচালকদের কাছে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম
সাবেক চেয়ারম্যান গোলাম রসুল
সাবেক কাউন্সিল ব্যবসায়ী আনোয়ার হোসেন
হোটেল ব্যবসায়ী কাজী আমিন উদ্দীন
ব্যবসায়ী রাম ঘোষ, জিল্লুর রহমান, মোঃ ইউছুপ হোসেন, শহিদুল ইসলাম ও বায়েজিদ হোসাইন প্রমুখ