সংগীতে অবদানের জন্য মনির খানকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সম্মাননা

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে তাঁর সংগীত জীবনের অবদানের জন্য ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকালে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠুর নির্দেশনায় সম্মাননা ক্রেষ্ট মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে পৌছে দেওয়া হয়।
এ সময় ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ক্রেষ্টটি মনির খানের হাতে তুলে দেন।
সম্মাননা গ্রহণকালে মনির খান বলেন, “আমি গর্বিত যে আমি ঝিনাইদহের সন্তান। এই জেলার মানুষ সবসময় আমাকে ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছে। এই সম্মাননা আমার জীবনের একটি বড় প্রাপ্তি।”
তিনি বলেন, "যাঁরা আজ আমাকে এই সম্মাননা দিয়ে আমার সংগীত জীবনের মূল্যায়ন করেছেন। আমি এই সম্মাননাকে শুধু আমার প্রাপ্তি হিসেবে দেখি না, বরং এটা হচ্ছে আমার শ্রোতাদের ভালোবাসার প্রতিফলন।"
তিনি বলেন, "এই মাটির মানুষ, এই পরিবেশ আমাকে গড়ে তুলেছে। আমার স্বপ্ন এখান থেকেই শুরু। আজ এই জায়গায় দাঁড়িয়ে সেই পুরোনো দিনগুলো খুব মনে পড়ছে।"