টাঙ্গাইলে কালোবাজারির সময় জব্দকৃত চাল এতিমখানায় বিতরণ!

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে কালোবাজারি সময় জব্দকৃত ৩৯বস্তা চাল এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে চালগুলো ৭টি এতিমখানায় বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম ।
এসময় উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম ফারুকসহ বিভিন্ন এতিমখানার শিক্ষক, পরিচালক ও এতিম ছাত্ররা উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপসহ চালগুলো আটকের পর কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। পরে পিকআপের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে পিকআপটি ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল জব্দকৃত চালগুলো ৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এতিমখানার শিক্ষক ও পরিচালকেরা বলেন, "অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ইউএনও স্যার। তার এই সিদ্ধান্ত আমাদের জন্য বড় সহায়ক।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় এলেঙ্গা বাজার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ বস্তা সরকারি চাল ও একটি পিকআপভ্যান জব্দ করেন ইউএনও মো. খায়রুল ইসলাম।