বাগেরহাটে দুই দিনব্যাপী বেসবল ডেভেলপমেন্ট ক্যাম্প সম্পন্ন

বাংলাদেশ বেসবল ফেডারেশনের উদ্যোগে এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাগেরহাট স্টেডিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প। তৃণমূল পর্যায়ে বেসবল খেলাকে ছড়িয়ে দিতে আয়োজিত এ ক্যাম্পে জেলার চারটি বিদ্যালয়ের মোট ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন হয়। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রদর্শনী বেসবল ম্যাচের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল ফেডারেশনের সহ-সভাপতি ড. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।
ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের কোচ মো. আজম আলী খান ও সহকারী কোচ মো. মোমিনুল ইসলাম। প্রশিক্ষণ শেষে ফেডারেশনের পক্ষ থেকে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে বেসবল খেলার সামগ্রী প্রদান করা হয়।