ধামরাইয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন!

ঢাকার ধামরাইয়ে ভূমিদস্যু মোঃ ছানোয়ার হোসেন ও আলী হোসেনের বিরুদ্ধে দেওনাই গ্রামের স্থানীয়রা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই ভূমিদস্যুরা আওয়ামী লীগের আশ্রয়ে দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।
গ্রামবাসীরা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা ন্যায় বিচার চান এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।