“চুয়াডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত”

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইমুদ্দিন হিরোকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর-রশিদ খান। তিনি তার বক্তব্যে বলেন,একমাত্র ইসলামীই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে। আল-কোরআনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি আসবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন এবং ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।
উপস্হিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, শ্রমিক কল্যাণ বিভাগের সহ-সভাপতি আব্দুস সালাম, কৃষি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক বিভাগের সভাপতি ইমরান হোসেন, দর্শনা সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি বিলাল হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আব্দুল হামিদ ও জীবননগর উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।