নোয়াখালীর বেগমগঞ্জে যুটবল খেলা কেন্দ্রের দ্বন্দ্বে গুলিবিদ্ধ জামায়াতের দুই কর্মী

নোয়াখালীর বেগমগঞ্জে যুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালেই বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
গুলিবিদ্ধরা হলেন মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১), যারা গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য। তারা গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে গুলিবিদ্ধ হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেল ও বিএনপির কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর একদল অস্ত্রধারী যুবদল ও ছাত্রদল নেতা এলাকার মধ্যে অস্ত্র মহড়া দেয়। গত শনিবার রাতে তারা পুনরায় জামায়াতের কর্মীদের ধরতে এলাকায় তল্লাশী চালায়।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করেন, যুবদল ও ছাত্রদলের একদল কর্মী বৈঠকের পর এলোপাতাড়ি গুলি ছুড়ে সজীব ও তুষারকে লক্ষ্য করে।
জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি তার জানা নেই এবং খোঁজ নিয়ে পরে জানানোর কথা বলেছেন।
ওসি লিটন দেওয়ান জানান, খেলার সময়ে স্কুলের ভবনের ছাদ থেকে দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যায় বৈঠক বসিয়ে মিটমাট করার চেষ্টা করেন, কিন্তু বৈঠকের পরও গুলিবিদ্ধির ঘটনা ঘটে।