বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান হলো ৯০ নারীর!

নারীর ক্ষমতায়নে বাগেরহাট জেলা অডিটোরিয়ামে অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (ALP) এর চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন কিশোরীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
গতকাল বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই চাকরি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) আয়োজিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, এসিস্ট্যান্ট ডিরেক্টর শুবেন্দু ঘোষ, ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, "নারীর দক্ষতা উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়। সামাজিক পরিবর্তনেরও বড় হাতিয়ার। এ ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।"
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, "শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা সমাজে এগিয়ে যেতে পারবে। আজকের এই নিয়োগপত্র তাদের আত্মনির্ভরশীলতার পথে নতুন অধ্যায়।"
বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, "এই চাকরি মেলা কেবল নিয়োগপত্র নয়, এটি বাগেরহাটের সামাজিক পরিবর্তনের প্রতীক। প্রত্যন্ত গ্রামের মেয়েরাও যেন এমন সুযোগ পায়, সেটাই আমাদের প্রত্যাশা।"
চাকরি প্রত্যাশী ফারজানা আক্তার বলেন, "আমরা আগে ভাবতাম চাকরি পাওয়া খুবই কঠিন। কিন্তু আজ হাতে নিয়োগপত্র পাওয়ায় মনে হচ্ছে জীবন বদলে যাচ্ছে। আমি নিজে উপার্জন করতে পারব এটা ভেবেই গর্ব হচ্ছে।"
স্বামী পরিত্যক্তা শামীমা আক্তার বলেন, "স্বামী ছেড়ে যাওয়ার পর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। আজ চাকরির সুযোগ পেয়ে আমি শুধু নিজের নয় আমার সন্তানের ভবিষ্যৎও গড়তে পারব।"
বিধবা নাহিদা বেগম বলেন, "স্বামীর মৃত্যুর পর সংসারে প্রচণ্ড কষ্টে দিন কাটছিল। কাজের সুযোগ পাওয়ায় মনে হচ্ছে নতুন করে বাঁচার শক্তি পেলাম। এখন আর সমাজে বোঝা হয়ে থাকতে হবে না।"
এসিস্ট্যান্ট ডিরেক্টর শুবেন্দু ঘোষ বলেন, "নারীদের কর্মসংস্থান শুধু অর্থনৈতিক শক্তি নয়। এটি সামাজিক উন্নয়নের জন্যও জরুরি। এই উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত তৈরি করবে।"
ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, "এই প্রকল্প কিশোরীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। কর্মসংস্থানের সুযোগ তাদের বাল্যবিয়ে রোধ ও সামাজিক অবস্থান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।"