প্রবীণদের যত্নে কেয়ার গিভিং প্রশিক্ষণের উদ্বোধন!

খুলনায় স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে “প্রবীণদের যত্ন ও কেয়ার গিভিং” শিক্ষানবিশ প্রশিক্ষণ (স্তর-৪) শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৬ আগস্ট) সকালে স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে উদ্বোধনী ক্লাসটি অনুষ্ঠিত হয় I
এসময় SISC ইনফরমাল সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও আইএলও প্রোগ্রেস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন lSISC-এর চিফ কো-অর্ডিনেটর আইএলও প্রগ্রেস প্রকল্পের প্রধান মোহাম্মদ আজিজ মুন্সী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিরাজ ইসলাম, স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু মন্ডল ও উপ-অধ্যক্ষ মোহাম্মদ অলিউজ্জামান মিনা।
ISISC-এর চিফ-কোঅর্ডিনেটর মোহাম্মদ আজিজ মুন্সী বলেন, বয়স্ক ও প্রবীণদের যত্নের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করা সমাজের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ শিক্ষানবিশদেরকে বাস্তব জীবনের জ্ঞানে সমৃদ্ধ করবে এবং তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করবে।
স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু মন্ডল বলেন, "এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য শুধু জ্ঞান অর্জনের সুযোগ নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতি বৃদ্ধিরও একটি মাধ্যম।"
উপ-অধ্যক্ষ মোহাম্মদ অলিউজ্জামান মিনা বলেন, প্র"বীণদের যত্নে মানসম্মত সেবা প্রদানের জন্য শিক্ষানবিশদের হাতে আধুনিক ও প্রয়োজনীয় প্রযুক্তি শেখানো হবে যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে অনেক সহায়ক হবে।"
উদ্বোধনী ক্লাস শেষে শিক্ষানবিশদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং এতে বিভিন্ন বিষয়ের উপর হাতেকলমে অনুশীলন ও তত্ত্বীয় পাঠ দেওয়া হবে।