সিলেটের সাদা পাথর লুটের পর সুনামগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের চেষ্টা নিয়ে জেলা প্রশাসনের সতর্ক বার্তা!

সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জে যেন অসাদু মহল বা কেউ বালু ও পাথর উত্তোলনের চেষ্টা না করে সে জন্য সতর্কবার্তা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন সুনামগঞ্জ'র ফেসবুক থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।
সতর্ক বার্তায় বলা হয়, সম্প্রতি সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।
দেশপ্রেমিক সাহসী জনতাকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সর্তক থাকতে এবং এ ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে দ্রুততম সময়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
এব্যাপরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জেলা প্রশাসন সব সময় সুনামগঞ্জে অবৈধ ভাবে বালু, পাথর ও মাটি উত্তোলন করতে না পারে সেজন্য নিয়মিত নজরদারী ও অভিযান পরিচালনা করে। তবে সিলেটের সাদা পাথর লুটের পর বিষয়টিকে আমরা আরো গুরুত্বের সাথে নিয়েছি। একটা মহল সব সময় তাদের স্বার্থ হাসিলের জন্য অসাদু ও অবৈধ পন্থা অবলম্বনে চেষ্টা করে। আমরা তাদের সফল হতে দিবো না। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে বিষয়টি দেখা হচ্ছে তারপরও আমরা আমাদের ফেইসবুকের মাধ্যমে স্থানীয় জনগনকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। বালু মহালের আশে পাশের স্থানীয় জনগন সবার আগে জানতে পারেন কখন কোথায় কি হচ্ছে। তাই কোথায় লুকিয়ে কিছু হলেও যেন আমাদের জানায় তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো।