সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক!

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আলমগীর হোসেন সাগর (৪৫)কে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে গোপন তথ্যের ভিত্তিতে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এই ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় ১ টি একনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ মোঃ তানভীর উদ্দিন প্রান্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার (২৬ আগস্ট) সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে, অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আলমগীর হোসেন সাগরকে আটক করা হয়। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।