সিলেটে টিটিসির অধ্যক্ষ নাহিদ নিয়াজের অপসারণ দাবিতে প্রতিবাদ সভা!

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসারণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিলেট মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে সিলেট নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন এবং সভাপতিত্ব করেন রুহুল ইসলাম। এতে সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় অভিভাবক, সাবেক ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজ ও কম্পিউটার ল্যাবের ইনচার্জ ওফর ফারুক দীর্ঘদিন টিটিসিতে দুর্নীতি করছেন। তারা অবৈধ পাথর ব্যবসা, গাছ বিক্রি ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকা আয় করেছেন। এছাড়া বর্তমান অধ্যক্ষের তেলবাজি ও প্রভাবশালী নেটওয়ার্কের মাধ্যমে সরকারি পদে থাকার অভিযোগও করা হয়েছে।
সভায় বক্তারা অধ্যক্ষের কর্মকাণ্ডকে সিলেটের শিক্ষাক্ষেত্র ও সামাজিক চেতনায় নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন আছকর আলী, হারুনুর রশিদ, রাজিব আহমদ, রুহুল কবির, ছুমাইয়া জান্নাত, জয় চক্রবর্তী, শামিমুর রহমান, মালেক উদ্দিন, বাবুল আহমদ, জিল্লুর রহমান, আক্তার হোসেন, আর. কে. দাস চয়ন, মাতাব আহমদ, টিপু তালুকদার, কারী মাওলানা ফয়সল আহমদ, নজরুল ইসলাম লস্কর, অ্যাডভোকেট মজুমদার আহমদ প্রমুখ।
প্রতিবাদকারীরা দাবি করেন, সরকারের কাছে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং অধ্যক্ষ নাহিদ নিয়াজকে তৎক্ষণাত দায়িত্ব থেকে অপসারণ করা হোক।