চুয়াডাঙ্গায় রেলগেট এলাকায় ওভারপাস নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় রেলগেট এলাকায় ওভারপাস দ্রুত নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রেলবাজার কামিল মাদরাসার গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মো. জান্নাত আলী, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান পল্টু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা বলেন, নির্মাণকাজে শিক্ষার্থীদের ক্ষতির ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ এবং শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কামিল মাদরাসার সামনের রাস্তা প্রশস্ত করারও দাবি জানান তারা।