সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে নাগেশ্বরীতে প্রতিবাদ সভা!

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী প্রেসক্লাবের আয়োজনে রোববার দুপুরে নাগেশ্বরী প্রেসক্লাব সভাকক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চঞ্চলের সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, নাগেশ্বরী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংবাদিক রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রনজু, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মিম প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সাংবাদিকরা জানান, সারাদেশে সাংকবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। বিশেষ করে কোনো সাংবাদিক যদি, চাঁদাবাজি, টেন্ডারবাজী, দুর্নীতিসহ নানা অনিয়মের বিরুদ্ধে লিখতে যায় তখন একটি স্বার্থান্বেসী মহল তাদের এসব অনিয়ম দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের উপর, হামলা, গুম, খুন ও মিথ্যা মামলাসহ নানাভাবে হেনস্থা ও হয়রানী করে তাকে। তাই সারাদেশে সাংবাদিকদের এসব হামলা, মামলা ও হত্যাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে প্রতিবাদ জানান তারা।