চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত

দল নির্বাচনমুখি, এ মুহূর্তে দল কোন কিছুর সাথে আপোস করবেনা। মনে রাখবেন আপনার মতো একজন নেতা-কর্মী দল থেকে চলে গেলে কিছু আসে যায় না। সুতারাং সাবধান। কোন অন্যায়ের সাথে জড়াবেন না। আপনাদের কারো কারনে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, দল যথাযথ ব্যবস্থা নেবে। মনে রাখবেন কোন গ্রামে বসে দলের নামে অন্যায় করলেও তথ্য চলে আসবে। সুতারাং সাবধান হয়ে যান।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি আরো বলেন, "ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে আমদের নেত্রী বেগম খালেদা জিয়া ও সবার প্রিয় নেতা তারেক রহমান অনেক পরীক্ষা দিয়েছেন। সুতারাং চুয়াডাঙ্গায় দুটি আসনে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী করে দুটি আসন উপহার দেব। প্রার্থী যিনিই হোক ধানের শীষকে বিজয়ী করতে হবে৷"
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
গতকাল শনিবার (১৬ আগষ্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা চত্বরে আয়োজিত বিএনপির এ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো আখতার হোসেন জোয়ার্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক মো সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড এম এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক মো আবু জাফর মন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশীদ ঝন্টু, জেলা মতসজিবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো মোমিনুর রহমান মোমিন, জেলা আইনজীবী ফোরাম এর আহবায়ক এড আ স ম আব্দুর রউফ, জজকোর্ট এর পিপি এড মারুফ সারোয়ার বাবু, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন।
সঞ্চালনায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির অংগসংঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ আলমডাঙ্গা উপজেলার ১৫ টি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সকল ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকগন।