মাওয়ায় ধরা পড়লো ১.৯ কেজির বিরল ইলিশ, নিলামে বিক্রি ৭ হাজার ৮০০ টাকায়!

মাওয়া ঘাটে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের বিরল ইলিশ ধরা পড়েছে। মাছটি লৌহজং পদ্মাচরের হাসেম আলির জালে ধরা পড়ে। বড় ও ভিন্ন সাইজের হওয়ায় ঘাটে মাছটি দেখতে ভিড় জমে যায়।
সকাল সাড়ে ৬টার সময় মাওয়া মাছের আড়তে নিলামে মাছটি প্রতি কেজি সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হয়। নাদিম মৎস আড়ত, পাইকারী মাছ বিক্রেতা ও জেলে ইদ্রিশ মাদবর জানান, চর কাওরা লৌহজং নামার পাশে জাল ফেলতেই এই বড় ইলিশ ধরা পড়েছে। এ ধরনের বড় ইলিশ এ মাসে প্রথম ধরা পড়েছে। আড়ত মালিক জালাল বলেন, “এত বড় ইলিশ বাজারে খুব কম পাওয়া যায়। পরিবার নিয়ে খেয়ে প্রতিদিন ভালো থাকা সম্ভব।”
পাইকারী বিক্রেতা মোকাজ্জল বলেন, "আগের মতো বড় ইলিশ এখন খুব কম পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে দুই-একটি বড় ইলিশ ধরা পড়ে, তবে দাম আকাশচুম্বি। " বড় ইলিশের ঘাটে কম পাওয়া যাওয়ার পেছনে কারণ হিসেবে ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, নদীতে অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তন উল্লেখ করেছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বলেন, “এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে বড় ইলিশ বেশি থাকে। জালের প্রশস্ততা বাড়ালে আরও বড় মাছ ধরা সম্ভব।”