গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ নিধন!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দপাঠানোচা গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার (১৩ আগস্ট) ভোরে মাছচাষী মো. এরশাদ মিয়া প্রতিদিনের মতো পুকুরে গিয়ে পানিতে অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই প্রায় সব মাছ মরে যায়।
এরশাদ মিয়ার অভিযোগ, পূর্বের বিরোধের জের ধরে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। কিছুদিন আগে তিনি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা।
তিনি প্রশাসনের কাছে ঘটনার গুরুত্বসহকারে তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।