কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা!

ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কমীকর্তা, কৃষক,যুব,নারী প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় বৃহষ্পতিবার (১৪ আগষ্ট) উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিএনএসকেএস এর সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোছা: তাসলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা (সম্প্রসারন) মো: আক্তারুজ্জামান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: জিন্নু রাইন, উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: খাইরুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও সমন্বয় সভায় বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহজাহান আলী বিপাশ ও মাকসুদ রানা।
সমন্বয় সভায় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ও নিয়ামতপুর ইউনিয়নের যুব প্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্টির অভিজ্ঞতা ও সমস্যাগুলো সরাসরি তুলে ধরা হয়। মাঠ পর্যায়ে চ্যালেঞ্জগুলো সরকারিভাবে চিহ্নিত ও সমাধানের পথ খোজা হয়, সংশ্লিষ্ট দপ্তরের করনীয় নির্ধারন ও প্রতিশ্রুতি গ্রহন করা হয় এবং সরকার ও জনগনের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা হয়।