সিরাজদিখানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ!

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা দেখা দিয়েছে। মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ মনির হোসেন মিলন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, মৃত কফিল উদ্দিনের ছেলে তাজুল ইসলাম ও তার লোকজন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিলনের মালিকানাধীন জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। মামলার ইতিহাসে জানা গেছে, সম্পত্তিটি শেখ মনির হোসেন মিলন ও তার পরিবার ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন এবং দীর্ঘদিন ভোগদখল করে আসছেন।
মিলন অভিযোগ করেছেন, হাইকোর্টের এক উকিলের মাধ্যমে তাজুল ইসলামরা এক কপি দেখিয়ে জমিতে প্রবেশ করে ঘর উত্তোলন করেছে, যা সম্পূর্ণ বেআইনি। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত এসআই আল আমিন গিয়ে উভয় পক্ষকে সেখানে যেতে নিষেধ করেছেন।
মিলন জানান, তাজুল ইসলাম বারংবার ফোন দিয়েছেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে স্থানীয় থানা তদন্ত চালাচ্ছে।