কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের হিরো উমেন স্কলারশীপ ২০২৫ বিতরন করা হয়েছে। ১১ আগষ্ট সোমবার সকাল ১০টায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে কালীগঞ্জের ঐতিহ্যবাহি সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ, বিএইচএবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনিকা রানী, কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবজাল হোসেন, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন, বিএনএসএকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান আলী বিপাশ ও মাকসুদ রানা।
জাপানী নারী হিরোকো কোবাইসির সহযোগিতায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৪জন এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই স্কলারশীপ প্রদান করা হয়। প্রতি তিন মাস পর পর এই বৃত্তির টাকা হস্তান্তর করা হয়।