গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে রাষ্ট্র টিকে না- দুর্গাপুরে প্রতিবাদ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি ও মানববন্ধনে জোরালোভাবে তুলে ধরা হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারসহ অনেকে।
এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডা. দিবালোক সিংহ একাত্মতা প্রকাশ করে বলেন, “আমরা এ ধরনের হত্যাকাণ্ড দেখার জন্য দেশ স্বাধীন করিনি। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে রাষ্ট্রের কাঠামোই টিকে থাকে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বক্তারা বলেন, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন। চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে তাঁকে প্রাণ দিতে হলো—এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। সারাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। সাগর-রুনী হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও ফাঁসি কার্যকর করে দেশে একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়।