শহীদ রাশিমণির স্মৃতিসৌধে সিপিবি সভাপতির শ্রদ্ধা নিবেদন!

নেত্রকোণার দুর্গাপুরে শহীদ রাশিমণি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তিনি তাঁর সহধর্মিণী সিতারা শামীমকে সঙ্গে নিয়ে শহীদ রাশিমণির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
পরে শহীদ রাশিমণির স্মৃতিচারণ করে কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, “রাশিমণি ছিলেন টংক ও কৃষক আন্দোলনের অগ্রদূত, নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে এক সাহসী নেত্রী। তার আত্মত্যাগ এ দেশের প্রগতিশীল রাজনীতিতে চির স্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, হাজং মাতা শহীদ কমরেড রাশিমণি উপমহাদেশের অন্যতম প্রথম নারী কৃষক নেত্রী হিসেবে কৃষক ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৪৬ সালে টংক আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন।