ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ব্যবসায়ী!

ঝিনাইদহের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মন্সির ছেলে এবং মধুপুর বাজারের একজন ব্যবসায়ী। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজি বাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসার সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হন।
স্থানীয়রা বলছেন, নিহত মহসিন বারোবাজার শশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে কেরাম খেলা করছিলেন। এসময় তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল এলে রেললাইনের উপর গিয়ে কথা বলছিলেন। এসময় দ্রুত গতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যান। তবে, দূর্ঘটনার ঘন্টা খানেক পর নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহের টুকরোগুলো একত্রিত করে বস্তায় ভরে নিয়ে গেছেন বলে যোগ করেন।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দূর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন বলে উল্লেখ করেন।"