চুয়াডাঙ্গায় মা–ছেলের মর্মস্পর্শী মৃত্যু, হাসপাতাল চত্বরে শোক!

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পড়ে মাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মায়ের মৃত্যুর খবর পেয়ে তার ছেলে সাইফুল ইসলাম (৪০) হাসপাতাল ছুটে আসেন। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মা ও ছেলে প্রায় একই সময়ে হাসপাতালেই প্রাণ হারান। অল্প সময়ের ব্যবধানে এই দুঃখজনক ঘটনায় হাসপাতাল চত্বরে শোকের আবহ নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বাগানপাড়ার পুরাতন গোরস্থান মসজিদ প্রাঙ্গণে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হবে।