বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুবদিবস উদযাপন

বাগেরহাটে 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি' প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুবদিবস উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দিনটি উপলক্ষে সদর উপজেলার বারাকপুরস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তর,বাগেরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাগেরহাট জেলা জামায়েতে ইসলামীর আমীর মাও. মোঃ রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ বাদশা, এনসিপি নেতা লাবিব আহমেদ প্রমুখ।
আলোচনা সবা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সফল যুব উদ্যোক্তা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের পুকুরে মাছ অবমুক্ত এবং পুকুরপাড়ে গাছ রোপন করা হয়।