কুড়িগ্রামে নদ-নদীর পানি বিপৎসীমার উপর, প্লাবিত চরাঞ্চল ও বিদ্যালয়

কুড়িগ্রামে বেড়েই চলছে নদ-নদীর পানি। দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরাঞ্চলের বহু এলাকা তলিয়ে গেছে। পানির নিচে গ্রামীণ সড়ক, প্লাবিত শত শত হেক্টর গো-চারণভূমি ও আমন ক্ষেত।
নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। নিচু রাস্তা তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পানি আরও বাড়লে পাঠদান বন্ধ হয়ে যাবে।
স্থানীয়রা জানান, চরে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা। উঁচু স্থানে গরু, ছাগল ও ভেড়া জড়ো করায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, পানি দ্রুত না নামলে আমন ধান নষ্ট হয়ে যাবে।
পানি বাড়ার সাথে সাথে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার যাত্রাপুরে কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভুরুঙ্গামারী, উলিপুর, রাজারহাট, রাজীবপুর, রৌমারী ও চিলমারীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ৪৮ ঘণ্টা পানি বাড়তে পারে, তবে ৭২ ঘণ্টা পর থেকে পানি কমতে শুরু করবে। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা জানান, নিচু এলাকা প্লাবিত হলেও এখনও উদ্ধার পরিস্থিতি হয়নি। ইতিমধ্যে কন্ট্রোল রুম ও উদ্ধার কমিটি গঠন করা হয়েছে।