ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানের জুলাই যোদ্ধা মাদক ব্যবসায়ী আটক!

ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিল, নগদ ৪২ হাজার টাকা ও দুই'টি মোবাইল ফোন সহ সেলিম রেজা নামে এক মাদক ব্যবসায়ী'কে আটক করেন সেনাবাহিনী।
গত সোমবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০ টায় ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প হতে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সেনাবাহিনীর টীম অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ মহেষপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে বলে জানা যায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সেলিম রেজা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং একজন মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত বলে জানান অনেকেই।
পরবর্তীতে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দিলে তাকে থানায় নিয়ে তল্লাসী করে সরকারের দেয়া তালিকাভুক্ত জুলাই যোদ্ধা'র একটি কার্ড পাওয়া যায়। তিনি নাকি জুলাই যোদ্ধা।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে, অপরাধ দমন, সহ সব ধরনের অভিযান জনস্বার্থে সেনাবাহিনী চালিয়ে জাবেন। এবং এ ধরনের মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।