উত্তরায় স্কুলের ওপর বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, আহত ৫১

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালের বরাত দিয়ে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন এবং ৫১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে সবচেয়ে বেশি—৪১ জন। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ৮ জনের মধ্যে মারা গেছেন ৫ জন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আরও কয়েকজন নিহত হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্কুলকর্মী রয়েছেন। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বাভাবিক ক্লাস চলছিল।
আহতদের চিকিৎসা চলছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও। চিকিৎসকরা জানান, বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্স একযোগে কাজ করছে। নিহতদের মরদেহ শনাক্ত ও হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এবং সরকারি পর্যায়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে।