চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ — এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরী রোডে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
মুক্তমঞ্চে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মাসুদুর রহমান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে, যা হবে সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল। সেখানে থাকবে না কোনো বৈষম্য। প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।”
তিনি আরও বলেন, “এই বৃক্ষমেলার মাধ্যমে মানুষকে গাছের সঙ্গে পরিচিত করানো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। যারা এখানে স্টল দিয়েছে, তাদেরকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে।”
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নার্সারিগুলো স্টল স্থাপন করেছে। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচিতে গাছের চারা বিতরণ, পরিবেশ বিষয়ক সেমিনার, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও রয়েছে।