ঢাবিতে শূন্য আসনে বিশেষ মাইগ্রেশনের সুযোগ, পরবর্তীতে মেধাক্রমে নতুন ভর্তির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরও বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কিছু আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের ভর্তির সুযোগও দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, শুধু তারাই বিশেষ মাইগ্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদন করতে হবে আগামী ৯ আগস্ট পর্যন্ত, ৫০ টাকা ফি জমা দিয়ে।
বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় আরও বলা হয়:
১. যদি কোনো শিক্ষার্থী আবেদন না করে, তবে ধরে নেওয়া হবে সে বর্তমান বরাদ্দপ্রাপ্ত বিষয়েই পড়তে আগ্রহী।
২. মাইগ্রেশনের মাধ্যমে নতুন বিষয়ে স্থান পেলে পূর্ববর্তী বিষয় ও আসন বরাদ্দ বাতিল হয়ে যাবে এবং ওই আসনে অন্য শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
৩. নতুন বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই নতুন বরাদ্দ পাওয়া বিভাগে ভর্তি হতে হবে।
৪. যারা ইতোমধ্যে পছন্দক্রমের প্রথম বিষয় পেয়েছেন বা কোটাভিত্তিক ভর্তি হয়েছেন, তারা এই মাইগ্রেশনের আওতায় পড়বেন না।
৫. বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনগুলো মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে।
বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।