“মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ুন” — সব রাজনৈতিক দলের প্রতি জামায়াতের আহ্বান

সব ধরনের সন্ত্রাস, দখলবাজি ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেশের সব রাজনৈতিক দলের প্রতি এই আহ্বান জানায়।
রোববার (৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “মব সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই চেতনা নস্যাৎ করার চেষ্টা হলে ছাত্র-জনতা রাস্তায় নামবে। আর একবার ছাত্র-জনতা রাস্তায় নামলে কেউ সন্ত্রাস করে টিকতে পারবে না।”
বর্তমান নির্বাচনী ব্যবস্থা নিয়ে সমালোচনা করে মুজিবুর রহমান বলেন, “প্রচলিত ব্যবস্থায় ৫১ শতাংশ ভোট পেয়ে একটি দল সরকার গঠন করলেও ৪৯ শতাংশ ভোট পেয়ে অন্য দল মূল্যায়ন পায় না। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে। জনগণের সরকার গঠনের জন্য এই ব্যবস্থাই শ্রেয়।”
“আশুরার শিক্ষা খেলাফত” — জামায়াতের মতামত
ইসলামী ভাবনায় আশুরার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “আশুরার শিক্ষা হলো খেলাফত প্রতিষ্ঠা করা। যেখানে ইসলাম থাকবে, সেখানে জাতীয়তাবাদ থাকতে পারে না।”
বিকল্প রাজনৈতিক রূপরেখা দিলেন বুলবুল
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, “দেশে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে হবে। এরপর একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি দল আইনশৃঙ্খলা রক্ষা না করে বরং অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিচ্ছে, ভাঙচুর করছে—এতে পুলিশ-প্রশাসনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
ড. আব্দুল মান্নান-এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াত কেন্দ্রীয় নেতা ড. হেলাল উদ্দিন, কবির আহমেদ ও শামছুর রহমান।